ত্বকের জেল্লা বাড়াতে দই, কলা, ডিম-এই খুবই উপকারী। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জেল্লা বাড়াতেও এদের কেরামতির কমতি নেই। এই প্যাকটি পার্লারের ফেসিয়ালের মত জেল্লা এনে দেয়। in detail
প্যাকটি বানাতে যা যা লাগবে-
কলা-অর্ধেকটা, ১টা ডিমের সাদা অংশটুকু, দই- ১ টেবিল চামচ।
যেভাবে লাগাবেন-
কলা ভাল করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। পুরো মুখে ভাল করে সমান ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পনি দিয়ে মুখে ধুয়ে নিন। এবার পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।
amr 20 bochor,,,amr onk chol porca ki korle chol pora kombe plz bulon tu…..